২০২৫ সালে অনলাইন বিজনেস পেজের নাম বের করার কৌশল ও বিভিন্ন নামের তালিকা।

আপনি কি জানতে চান অনলাইন বিজনেস পেজের নাম বের করার কৌশল ও নামের তালিকা সম্পর্কে ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষ ব্যবসা করতে চায়। ব্যবসা শুরু করার জন্য অবশ্যই আপনাকে একটি কোম্পানি বা দোকান তৈরি করতে হবে।

আর এই দোকান বা কোম্পানির চমৎকার একটি নাম রাখতে হবে। যাতে করে গ্রাহকরা খুব সহজেই আপনার বিজনেস পেজ বা দোকানের নাম মনে রাখতে পারে।

অনলাইন বিজনেস পেজের নাম (1)

আর নাম রাখার পূর্বে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয়ে লক্ষ রাখতে হবে। যদি ওই বিষয়গুলো লক্ষ না রাখেন তাহলে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে পারেন।

আজ আমি অনলাইন বিজনেস পেজের নাম বের করার কৌশল ও নামের তালিকা সম্পর্কে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি নাম সম্পর্কিত নানান প্রয়োজনীয় জিনিস সম্পর্কে আলোচনা করব।

যাতে করে নাম রাখার ক্ষেত্রে কোন ধরনের প্রবলেম এর সম্মুখীন না হতে হয়। অতএব আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। আশা করি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

অনলাইন বিজনেস পেজের নাম বের করার কৌশল ও নামের তালিকা ২০২৫

এখানে আমি সর্বপ্রথম নাম রাখার ব্যাপারে কয়েকটি নিয়ম ও কৌশল সম্পর্কে আলোচনা করব। যাতে করে আপনি কোন ধরনের প্রবলেম এ না পড়েন।

এরপর বিজনেস পেজের তালিকা নিয়ে আলোচনা করব। এর দ্বারা আপনার পরিপূর্ণ আইডিয়া হয়ে যাবে নাম সম্পর্কে। চলুন আলোচনা শুরু করা যাক।

ব্যবসার নাম রাখার পূর্বে কি কি নিয়ম ফলো করতে হবে ?

ব্যবসার নাম রাখার পূর্বে ৪টি নিয়ম ফলো করতে হবে । নিচে নিয়মগুলো দেওয়া হলো ।

১. পণ্য অনুযায়ী নামকরণ করা ।

অর্থাৎ আপনি যে সমস্ত পণ্য বা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন। ওই সমস্ত পণ্য বা প্রোডাক্ট এর সাথে মিল রেখে নাম নির্বাচন করুন।

কেননা যখনই গ্রাহকরা আপনার কোম্পানির নাম শুনবে তখনই তারা বুঝতে পারবে যে, এখানে কোন ধরনের পণ্য বিক্রি করা হয়।

এতে করে তারা আপনার কাছ থেকে পণ্য কিনতে আগ্রহ বোধ করবে। তাই অবশ্যই এ ব্যাপারে মনোযোগ দেওয়া।

২. ইউনিক নাম নির্বাচন করা ।

নাম নির্বাচন করার ক্ষেত্রে ইউনিক , আনকমন এবং আকর্ষণীয় নাম নির্বাচন করবেন। যাতে করে আপনার কোম্পানির নাম শোনার সাথে সাথে তাদের অন্তরে গেথে যায়।

এবং আপনার কোম্পানি থেকে পণ্য ক্রয় করার জন্য আগ্রহ বোধ করে। অতএব ইউনিক নাম রাখার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া।

৩. একেবারে সহজ নাম নির্বাচন করা ।

এমন একটি নাম নির্বাচন করুন যেটা উচ্চারণ করতে খুবই সহজ হবে পাশাপাশি মনে রাখা ও খুব সহজ।

এতে করে যখনই আপনার কোম্পানির নাম শুনবে গ্রাহকরা তাদের মুখস্ত হয়ে যাবে বেশি সহজ হওয়ার কারণে। ফলে আপনার কোম্পানির প্রতি তারা ধাবিত হয়ে যাবে।

৪. নাম নির্বাচন করার পূর্বে ডোমেনের ব্যাপারে যাচাই বাছাই করা ।

আপনি যে নামটা নির্বাচন করবেন অবশ্যই এই নামটি যাচাই বাছাই করা। অর্থাৎ আপনি যে নামটি রাখার চিন্তাভাবনা করছেন এই নামটি অন্য কেউ ব্যবহার করছে কিনা , এই নামটি ফাঁকা আছে কিনা এ বিষয়ে যাচাই বাছাই করা।

যাচাই-বাছাই করার নিয়ম হলো : যেকোনো ডোমেন হোস্টিং কোম্পানির ওয়েব সাইটে গিয়ে ডোমেই যাচাই করার স্থান রয়েছে সেখানে যাচাই-বাছাই করা।

বিজনেস পেজের নাম নির্বাচন করার ক্ষেত্রে এই কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তাহলে খুব সহজেই আপনি আপনার কোম্পানির নাম বের করতে পারবেন।

অনলাইন বিজনেস পেজের নাম বের করার কৌশল

২টি নিয়মে খুব সহজেই নাম তৈরি করতে পারবেন।

  • বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে নাম তৈরি করা যায়।
  • বিভিন্ন তালিকা থেকে আইডিয়া নিয়ে নাম তৈরি করা যায়।

ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করার নিয়ম

বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যে সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পছন্দের নাম লিখে সার্চ দিলে ঐ ওয়েবসাইটগুলো আপনাকে চমৎকার চমৎকার আইডিয়া দিবেন।

সেখান থেকে আপনি আপনার কাঙ্খিত নামটি গ্রহণ করতে পারবেন বা নির্বাচন করতে পারবেন। আমি কয়েকটি ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি।

  • shopify.com
  • Business Name Generator
  • namelix

এ সমস্ত ওয়েব সাইট থেকে আইডিয়া গ্রহণ করতে পারেন। আবার চাইলে নিচে বর্ণিত নামের তালিকা থেকে আইডিয়া গ্রহন করে সে অনুযায়ি নাম রাখতে পারেন ।

বিভিন্ন তালিকা থেকে আইডিয়া নিয়ে নাম তৈরি করার নিয়ম

এখানে আমি চমৎকার চমৎকার কয়েকটি নাম বলব। এগুলো ফলো করলে আশা করি আপনি নাম সম্পর্কে একটি ভালো আইডিয়া পাবেন।

খাবারের পেজের নামের তালিকা

যদি আপনার কোম্পানি খাবার জাতীয় কোন প্রোডাক্ট বিক্রি করতে থাকে তাহলে এ ক্ষেত্রে নিম্নের নাম অনুযায়ী রাখতে পারেন।

  • খাদ্য ভান্ডার
  • ফুড কর্নার
  • শাহী ফুড ঘর
  • ক্যাফে বাগদাদ
  • খাবার হাউস
  • বিরানি হাউস
  • মোরগ পোলাও রান্নাঘর
  • কাচ্চি বিরানী হাউস

অনলাইন শপের নাম

অর্থাৎ অনলাইনে বিভিন্ন রকম শপ রয়েছে। আপনি যদি অনলাইনে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য শপ খুলতে চান। তাহলে নিম্নের নাম অনুযায়ী আপনার কোম্পানির নাম রাখতে পারেন।

  • সদাইপাতি
  • অনলাইন ঘর
  • সদাই মার্ট
  • হাট বাজার
  • খেলনা শপ
  • পণ্য হাউস
  • পণ্যের মেলা
  • আনকমন পন্য ঘর

কাপড়ের পেজের নাম

অর্থাৎ আপনি যদি কাপড় জাতীয় কোন দোকান দিতে চান তাহলে নিম্নের নাম অনুযায়ী আপনার দোকানের নাম দিতে পারেন।

  • রাসেল বস্ত্র বিতান
  • ফ্যাশন হাউজ
  • ফ্যাশন ঘর
  • শপিং হাউস
  • লেডিস কর্নার
  • ফ্যাশন কর্নার

পরিশেষে বলবো : উপরে অনলাইন বিজনেস পেজের নাম বের করার কৌশল ও নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন।

উপরের নিয়ম অনুযায়ী নাম রাখলে আশা

Leave a Comment